
কামারখালী ব্রিজের নিচে গোসল করতে এসে এক যুবক নিখোজ।
শ্রীপুর মাগুরা প্রতিনিধি।
ঈদের ছুটিতে ঘুরতে এসে কামারখালি ব্রিজের নিচে গড়াই নদীতে গোসল করতে এসেছিল ৩ জন যুবক। দীর্ঘ কয়েক ঘন্টা গোসল করার মধ্যেই হঠাৎ এক জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
৩ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে হারিয়ে যায় যুবকটি।
অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত হারিয়ে যাওয়া যুবকটির কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্য দুইজন কাছে জানা যায় তাদের বাড়ি,মাগুরা সদর উপজেলার ভিটেশাট গ্রামে।