
মাগুরা শ্রীপুরে মোটরসাইকেল চুরি।
মাহমুদুজ্জামান খোকা শ্রীপুর,মাগুরা প্রতিনিধি।
মাগুরা শ্রীপুরে কৃষি অফিসের পাশের গলি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। শ্রীপুর কৃষি আফিশের পাশে শান্টুর দোকানের পাশের গলি থেকে শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মো:সুইট মিয়ার এই FZ-S (v2) কালো কালারের মোটরসাইকেলটি তিন এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তালা ভেংগে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
মোটরসাইকেলটি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সুইট মিয়া অসুস্থ হয়ে পড়েন।