প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৭:৪২ পি.এম
মাগুরায় মঘির ঢালের মামলায় পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীকে ফাসানো হয়েছে।
মাগুরায় মঘির ঢালের মামলায় পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীকে ফাসানো হয়েছে।।
মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় মঘির ঢালে পেট্রোল বোমায় ৬ জন ট্রাক শ্রমিক হত্যা মামলায় পরিকল্পিত ভাবে ঐ সময় পুলিশ বিএনপি দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার এবং গ্রেফতার বাণিজ্যের পাশাপাশি বিএনপির জেলা নেতৃবৃন্দকে এই মামলায় আসামি করে আদালতে প্রতিবেদন দিয়েছে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের পুলিশ। এই মামলা সহ বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে তৎকালীন পুলিশ বিএনপি ও জাময়াত ইসলামীর দলীয় নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এবং ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নাজেহাল করে রাখত বিরোধী মতের নেতাকর্মীদেরকে এমনই একজন মাগুরা সদর উপজেলার সাজিয়ারার সুমন পারভেজ।
সুমন পারভেজ ও সুমন পারভেজের বাবা এবং ছোট ভাই সহ পরিবারের সদস্যের কাছ থেকে পুলিশ সব সময় মামলা হামলার ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন।
মঘির ঐ আলোচিত মামলাটিতে ও সুমন পারভেজ ও তার বাবা এবং ছোট ভাইকে সর্বপ্রথম আটক করে।
আজও ঐ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলী আহমদ সদস্য সচিব এবং ওই সময়ে বিএনপি মাগুরা এক আসনের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান তৎকালীন ছাত্রনেতা রবিউল ইসলাম নয়ন সহ ২২ জনকে আসামি করে ঐ মামলাটির দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আগ্র্যমেন্ট ঘোষণা করেছেন।
সুমন পারভেজ বলেন এই মামলায় ভয় দেখি জেলা বিএনপির অনেক নেতাকর্মীর কাছ থেকে অনেক টাকা পয়সা হাতে নিয়েছে ওই সময়ের পুলিশ অতএব ওই সময়ের পুলিশের এ মিথ্যা হয়রানি মূলক মামলার আমাদের জেলা নেতৃবৃন্দের যেভাবে ফাঁসানো হয়েছে মহামান্য বিচার এই মামলা থেকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকেই বেকসুর খালাস প্রদান করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত